দেশজুড়ে চলছে লক ডাউন। টাকা লেনদেনের জন্য মানুষ ছুটছে এটিএম কিংবা ব্রাঞ্চ বা কোনও শাখা। আবার, অনেকেই ভিড় এড়াতে ও সুবিধার আশায় অনলাইন ব্যাঙ্কিয়ের ব্যবহার করছে। আর এই অবস্থায় অনেকেই সামান্য ভুলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। সেই কারণে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছ'টি বিষয়ে গ্রাহকদের সতর্ক করল।

    টুইট করেও ব্যাঙ্কের পক্ষ থেকে তা জানানো হয়েছে-
    ১। অনলাইন লেনদেন করার সময়ে এমন কোনও লিঙ্ক যদি দেখা যায় যেখানে ইএমআই বা প্রধানমন্ত্রীর কোভিড-১৯ তহবিলে টাকা দেওয়ার জন্য ওটিপি চাওয়া হচ্ছে তবে তাতে ক্লিক করবেন না। 

    ২। লোভনীয় অফার দেখলেই সাড়া দেবেন না। যাচাই করুন। নগদ পুরস্কার, কাজের সুযোগ ইত্যাদি সংক্রান্ত কোনও প্রকল্পের কথা বলে এসএমএম, ইমেল, ফোন কল পেলে বা বিজ্ঞাপন দেখলে তা বিশ্বাস করবেন না। 

    ৩। নিয়মিত ব্যাঙ্ক সংক্রান্ত পাসওয়ার্ড বদল করুন। 

    ৪। মনে রাখতে হবে ব্যাঙ্ক বা ব্যাঙ্কের তরফ থেকে কোনও ব্যক্তি কখনও ইমেল, এসএমএস পাঠিয়ে বা ফোন করে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ওটিপি চায় না। 

    ৫। সব সময়ে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যে কোনও তথ্য নিন। ইন্টারনেট সার্চ করে কোনও ফোন নম্বর সংগ্রহ করবেন না। 

    ৬। এই ধরনের কোনও সমস্যা হলে প্রথমেই জাল চক্রের বিষয়ে স্থানীয় প্রশাসন ও স্থানীয় এসবিআই শাখায় জানান। 

    এর আগেও একাধিকবার এসবিআই গ্রাহকদের সাইবার ক্রাইম সম্পর্কে সতর্ক করেছিল।