করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রথম ঘোষিত লক ডাউন প্রধানমন্ত্রীর নির্দেশে ৩রা মে পর্যন্ত বর্ধিত হয়েছে। ধাক্কা খাচ্ছে দেশের অর্থনীতি। দিন যতই গড়াচ্ছে ততই সেই ধাক্কার রেশ আরও বাড়ছে।

এরই মাঝে স্বস্তির খবর দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  আজ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, গ্রামাঞ্চলে শপিংমলগুলি ব্যতীত সমস্ত দোকান খোলা যেতে পারে। শহরাঞ্চলে সমস্ত আবাসিক এলাকার দেকান, পাড়ার দোকান ও একক দোকান খোলার অনুমতি রয়েছে। তবে মার্কেট / মার্কেট কমপ্লেক্স এবং শপিংমলগুলিতে থাকা দোকান খোলার অনুমতি নেই। এছাড়া এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ই-কমার্স সংস্থাগুলি কেবলমাত্র জরুরি পণ্য বিক্রি করতে পারবে। এছাড়া মদ এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য বিক্রিও বন্ধ থাকবে।

নির্দেশিকা অনুসারে-

১। রাজ্যগুলো চাইলে কাল থেকেই সব ধরনের দোকান যেগুলি Shops & Establishment Act of States/UTs এর আওতাধীন সেগুলো খোলা যাবে।

২। কমপ্লেক্সের ভিতরের দোকান ও খোলা যাবে তবে শপিং মল গুলোর দোকান এখনই নয়৷

৩। ৫০% লোক রাখতে পারবে মালিক। লক্ষ্মণরেখা, সোশ্যাল ডিস্টান্সিং, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মাস্ক পরতে হবে।

৪। মদের দোকান আবগারি লাইসেন্সপ্রাপ্ত এখনই খুলবে না।