করোনা আক্রান্তে জেরবার দেশ। দেশজুড়ে চলছে লক ডাউন। ২১শে এপ্রিল সিভিল সার্ভিস ডে। সিভিল সার্ভিস ডে-তে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমলাদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহে এদিনই আমলাদের ধন্যবাদ জানালেন মোদী। একই সঙ্গে ২০১৮ সালে সিভিল সার্ভিস দিবসের একটি বক্তৃতার ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “আজ, সিভিল সার্ভিস দিবসে আমি সমস্ত সিভিল সার্ভেন্ট এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতে কোভিড -১৯ কে সাফল্যের সঙ্গে পরাজিত করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, তার জন্য তাঁদের প্রশংসা করি। তারা সবসময় কাজ করছেন, অভাবীদের সহায়তা করছেন এবং সবাই সুস্থ আছেন কিনা তা নিশ্চিত করছেন”।
On Civil Services Day, tributes to the great Sardar Patel, who envisioned our administrative framework and emphasised on building a system that is progress-oriented and compassionate.— Narendra Modi (@narendramodi) April 21, 2020
Sharing my speech from Civil Services Day in 2018. https://t.co/KANhpFsTkd
Social Plugin