SER 21 দিনহাটা:- লকডাউনের সময় ঠাকুর নিগমানন্দ দেবের ভাবাদর্শে অনুপ্রাণিত দিনহাটা নিগম সুধা  সারস্বত সংঘের পক্ষ থেকে দিনহাটা বোর্ডিং পাড়া,গোধূলি বাজার,স্টেশন পাড়া, ঘাটপাড় এবং বাইপাস সংলগ্ন এলাকায় গরিব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হল।

সামাজিক দুরত্ব রেখেই সকাল আট টা থেকে বেলা বারোটা পর্যন্ত চলে এই কর্মসূচি।সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জেলা সদস্য সুশীল কুমার রায়,  ঘনশ্যাম বর্মন, তরনি কান্ত বর্মন, রমাকান্ত দেবনাথ, পূর্ণ চন্দ্র রায়, বিষ্ণুচরন বিশ্বাস, নারায়ণ অধিকারী, বিমল বর্মন প্রমূখ। সংঘের সম্পাদক সন্মিত্র তালুকদার জানান- ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজ শিব জ্ঞানে জীব সেবা করলাম। 

তিনি আরো জানানশুধু লকডাউনের জন্য নয় অন্যান্য সময়েও নিগম সুধা সারস্বত সংঘের পক্ষ থেকে  বিভিন্ন সমাজসেবা মুলক কাজহয়ে থাকে। 

এদিন মোট  পঁচাশি জনকে চাল ,আলু,সয়াবিন,তেল, সাবান বিতরণ করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।