সুজাতা ঘোষ, বাগডোগরা:
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশজুড়ে যে লকডাউন জারি করা হয়েছে তা কার্যকর করতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন । লকডাউনের নিয়ম ভঙ্গ করে রাস্তায় বেরোলে শাস্তিস্বরুপ পুলিশ কখনও লাঠিচার্জ আবার কখনও কান ধরে উঠবস করাচ্ছেন । তবে শুধু শাস্তি নয়, পুলিশের সংবেদনশীল মানবিক রূপও দেখেছে সাধারণ মানুষ ।  তেমনি এক মানবিকতার পরিচয় দিলেন গাজোল থানার পুলিশ অফিসার এস আই নিরঞ্জন মুখার্জী। 

কিছু মানুষ রাস্তায় বেরোচ্ছেন অথচ মাক্স পরেননি, আবার দারিদ্রতার কারণে মাক্স কিনতে অক্ষম এমন ব্যক্তিদের হাত স্যানিটারি করিয়ে, মাক্স পরিয়ে দিলেন তিনি। গাজোল স্ট্যান্ড চত্বর থেকে এমনই দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরায় ।