![]() |
credit-livemint |
দেশে করোনা সংক্রমণের দাপট বাড়ছে । ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনে গোটা দেশ । এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য একগুচ্ছ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে কেন্দ্র সরকার । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা মতোই শুক্রবার অর্থাত্ ৩ এপ্রিল থেকেই দেশবাসীর অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পে আসবে টাকা । তবে গতকাল থেকেই কিছু জায়গায় টাকা আশা শুরু হয়েছে বলে খবর।
তবে সবাই একসঙ্গে এই টাকা পাবেন না । এরজন্য একটি নিয়ম তৈরি করেছে কেন্দ্র ।
১। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের করোনা রিলিফ প্যাকেজের একটি পয়েন্টই ছিল জনধন অ্যাকাউন্টে সাহায্যর্থ হিসেবে পাঠানো হবে ৫০০ টাকা ।
২। শুধুমাত্র জনধন অ্যাকাউন্টধারী মহিলাদেরই এই টাকা পাঠাবে মোদি সরকার ।
৩। এই মুহূর্তে দেশে ২০ কোটি মহিলার জনধন অ্যাকাউন্ট রয়েছে । অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে আগামী তিন মাস প্রতি মাসে ৫০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠানো হবে । এরজন্য সরকারের খরচ হবে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা ।
৪। বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন -এর তরফ থেকে জানানো হয়েছে যে, ৩ থেকে ৯ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সকলের কাছে পাঠানো হবে টাকা । সরকারের পাঠানো টাকা তুলতে ব্যাঙ্কে যাতে ভিড় না হয়ে যায় তার জন্যই ধাপে ধাপে পাঠানো হচ্ছে টাকা ।
৫। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন জানিয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে । নয়া নিয়ম অনুযায়ী, যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা 0 বা ১ তাদের প্রথম মাসের কিস্তি আগামিকালই অ্যাকাউন্টে ঢুকবে ।
৬। এরপর যাদের অ্যাকাউন্ট নম্বরে ২-৩ রয়েছে তারা টাকা পাবেন ৪ তারিখ । অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৩-২ হলে পরের দিনই হাতে পাবেন টাকা । এইভাবে ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল, সাতদিনের মধ্যে সমস্ত মহিলাদের জনধন অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে ।
আরও পড়ুন- করোনা থেকে মুক্তির জন্য 'রামবান' ৫ এপ্রিল- জানালেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন- করোনা থেকে মুক্তির জন্য 'রামবান' ৫ এপ্রিল- জানালেন প্রধানমন্ত্রী
Social Plugin