ইন্ডিয়ান গ্যাঞ্জেটিক ডলফিন বা গঙ্গা শুশুক (Ganges Dolphin) ফের দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন ঘাটে। এক সময় হুগলি নদীতে (Hooghly River) এদের প্রচুর দেখা মিলত। এখন এদের সংখ্যা হাতে গোনা। তাই ‘বিলুপ্তপ্রায়’ তকমা জুটেছে কপালে।

লকডাউনের জেরে গঙ্গায় দূষণ অনেকটাই কমেছে। গঙ্গার জলের গুণমান বেড়েছে। আর সেই কারণে গত কয়েক দিনে বাবুঘাট, প্রেন্সিপ ঘাটসহ বিভিন্ন ঘাটেই দেখা যাচ্ছে শুশুক। বিশেষজ্ঞদের ধারণা, লকডাউনের (Lockdown) জেরে দূষণের মাত্রা কমে যাওয়ায় ফের ফিরে এসেছে এই ডলফিনরা।

এরা পৃথিবীর একমাত্র ডলফিন, যারা মিষ্টি জলে বাঁচে। এই গঙ্গা শুশুকদের আসল নাম সাউথ এশিয়ান রিভার ডলফিন (South Asian River Dolphin)।  কলকাতায় ফের এদের দেখা মেলায় উচ্ছ্বসিত পরিবেশবিদরা।

সংবাদে প্রকাশ- কিছু দিন আগেই বাবুঘাটে শুশুক দেখেছেন পরিবেশবিদ বিশ্বজিৎ রায়চৌধুরি। টাইমস অব ইন্ডিয়াকে বিশ্বজি্ৎ রায় চৌধুরি বলেন, "লকডাউনের কারণে মানুষের গতিবিধি কমেছে। হুগলি নদীর জলের গুণমানও বেড়েছে। তাই ডলফিনরা ফিরে আসছে।"