করোনা সংক্রমণের জেরে চলছে লক ডাউন। ঘরবন্দি মানুষ। কাজ কর্ম নেই। এর মাঝেই অভিনেতা- অভিনেত্রীদের বিভিন্ন ভাবে ফ্যানদের ঘরবন্দি দশাতে এন্টারটেইনমেন্ট দিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে। 

এই লকডাউনেই অনুপম লিখলেন গান। 'মাটির রং'-এর সেই গানগাইলেন তিনি। তাঁর লেখা লিরিকে গান গাইলেন অনুমপমের স্ত্রী পিয়াও। ইউটিউবে এই ভিডিও আপলোড করেছেন গায়ক। ইনস্টাতে লিখেছেন, "দীর্ঘদিন গৃহবন্দী দুটি মানুষের এক সঙ্গে গান করার ইচ্ছে। এই চার দেওয়ালেই খুঁজে নিচ্ছি মুক্তির স্বাদ। সুস্থ হয়ে উঠুক প্রকৃতি, আমরা আবার সুস্থ জীবনে ফিরব, এই আশা নিয়ে গাইতে থাকি - মাটির রং।" 

দর্শকের একটা বিশাল অংশ সেই গানের প্রশংসা করে লাইক দিতে ভোলেননি।