credit:ani

লকডাউন ঘোষণা হতেই যে যার কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরেছেন। এদিকে সরকারি নির্দেশে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন। কিন্তু সবক্ষেত্রে তো তা সম্ভব নয়। তবে সার্কুলেশন জারি হওয়ায় পড়ুয়াদের নিয়ে অনলাইন ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের। 

এদিকে গ্রামে যেসব শিক্ষকদের বাড়ি তাঁরা কী করবেন? কেননা সব জায়গায় তো ইন্টারনেটের সমান নেটওয়ার্ক পাওয়া যাবে না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন বাঁকুড়ার শিক্ষক সুব্রত পাতি।

লকডাউনের জেরে তিনিও গ্রামের বাড়িতে ফিরেছেন। কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরের সেই বাড়িতে মোবাইলের নেটওয়ার্ক থাকে না। এমনকী গোটা গ্রামেও নেই।

তাই পড়ুয়াদের ক্লাস নিতে গ্রামের বাইরে গাছে চড়েছেন সুব্রত পাতি। গাছ থেকেই ঠিকঠাক নেটওয়ার্ক মেলে। ইন্টারনেটেরও কোনও সমস্যা হয় না। তাই প্রতিদিন খাবার ও জল সঙ্গে নিয়ে গাছেই চড়ে বসেন ওই শিক্ষক সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গাছে চড়েই পড়ুয়াদের অনলাইন ক্লাস নেন তিনি। এভাবেই ওয়ার্ক ফ্রম হোমকে ওয়ার্ক ফ্রম ট্রি-তে বদলে নিয়েছেন ওই শিক্ষক।