Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইউটিউব চ্যানেলে ক্লাস শুরু কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে


লকডাউনে ঘরবন্দী ছাত্রছাত্রীদের কথা ভেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই একই উদ্দেশ্যে একটু ভিন্ন পথে হেঁটে শিক্ষার্থীদের জন্য ইউটিউব চ্যানেল খুললো কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। 'PBU NEWS' নামের সেই চ্যানেল ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।

'PBU NEWS' চ্যানেলে স্টুডিওর ভেতরে নিয়মিতভাবে প্রতিদিন বিকেল চারটে পর্যন্ত ক্লাস রেকর্ডিং করে আপলোড করা হচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধামত ক্লাস দেখে নিতে পারছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের স্টুডিওতে এই ক্লাসগুলো রেকর্ডিং করা হচ্ছে। এছাড়াও যেসমস্ত অধ্যাপকরা দূরবর্তী স্থানে রয়েছেন তাঁদের ক্লাসগুলি যাতে মিস না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) এর সাথে যোগাযোগ করে তাদের ক্লাস গুলোও আপলোড করার ব্যবস্থা করেছে।

Ad Code