Latest News

6/recent/ticker-posts

Ad Code

'প্রচেষ্টা' প্রকল্প চালু করার দাবিতে পথে শ্রমিক সংগঠন C.I.T.U.


প্রচেষ্টা প্রকল্প চালু করার দাবীতে জেলা কালেক্টটরেট অফিসের সামনে  নদীয়া জেলা সি,আই,টিউ- এর পথ প্রতীকী প্রতিবাদ হল আজ। 

মুখ্যমন্ত্রী  ঘোষণা করেছিলেন সকল শ্রমিকদের লকডাউনের জন্য কাজ বন্ধ থাকার কারনে তাদেরকে সরকারের পক্ষ থেকে  ১০০০টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু সেই প্রকল্পের ফর্ম দেওয়া চালু হতেই জেলায় জেলায় মানুষের ভীড় বাড়তে থাকে। করোনার জন্য এই ভীড় বাড়াতে সরকার এই প্রকল্প আপাতত স্থগিত রাখা হলো বলে মুখমন্ত্রী ঘোষণা করেন। 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



আর সেই কারনে শ্রমজীবি শ্রমিকদের পাশে দাঁড়াতেই নদীয়জেলা সি,আই, টিউ পুনরায় প্রচেষ্টা প্রকল্প চালু করা ও অনলাইনে করতে হবে এই দাবীতে জেলা কালেক্টরেট অফিসের সামনে নিজেদের মধ্যে দুরত্ব বজায় রেখে সরকারের কাছে তাদের প্রস্তাব রাখেন।

নদীয়া জেলা সি,আই, টিউ - এর সম্পাদক এস,এম, সাদী র নেতৃত্বে এই প্রতিবাদ সভা হয় কৃষ্ণনগরে।

Ad Code