Shri Ramesh Pokhriyal ‘Nishank’ announces 10.99% increase in annual central allocation of cooking cost under MDM Scheme to Rs. 8100 Crore in view of situation arising out of COVID-19
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ গতকাল সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক করেছেন। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোত্রেও বৈঠকে উপস্থিত ছিলেন। ২২ টি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা সচিবরা আলোচনায় অংশ নেন।
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
পেজে যুক্ত হতে
ক্লিক করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের ফেসবুক
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
|
নিয়মিত আপডেট
পেতে আমাদের whatsapp
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন
পাশের লিঙ্কে
|
শ্রী পোখরিয়াল বলেন আমাদের সবার লক্ষ্য হল ৩৩ কোটি ছাত্রছাত্রী যাতে কোন দুর্ভোগে না পড়েন এবং তারা তাদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে সেটা দেখা। এই কারণে অন লাইনে পড়াশোনার বিষয়টির উপর জোড় দেওয়া হচ্ছে। দীক্ষা, স্বয়ম, স্বয়মপ্রভা, বিদ্যদান ২.০, ই-পাঠশালা, দূরদর্শনের শিক্ষা মূলক চ্যানেল, ডিশ টিভি, টাটা স্কাই, জিও, এয়ারটেল ডি টি এইচ সহ অনেকেই এই কাজে উঠে পড়ে লেগেছে। মন্ত্রী জানান এছাড়াও বিকল্প একটি শিক্ষা ক্যালেন্ডার এন সি ই আর টি তৈরি করেছে রাজ্যগুলি তাদের নিজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে গ্রহণ করতে পারে। যদি স্কুল গুলি খুলতে হয় সেক্ষেত্রে একটি স্বাস্থ্য বিষয়ক নীতি নির্দেশিকা তৈরির কথাও তিনি বলেন।
ছাত্রছাত্রীদের স্বাস্থের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেও তারা যাতে পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার পায় সেই জন্য মিড ডে মিল প্রকল্পে রেশন দেওয়া হচ্ছে। তিনি জানান স্কুলের গরমের ছুটির সময়ও মিড ডে মিল দেওয়া হবে। এই কারণে অতিরিক্ত ১৬শো কোটি টাকা খরচ করা হবে। এছাড়াও প্রথম তিন মাসের জন্য ২৫০০ কোটি টাকা অ্যাডহক দেওয়া হবে।
মিড ডে মিল কর্মসূচিকে আরও জোরদার করার লক্ষ্যে বার্ষিক রান্নার খরচ(শস্য, সব্জি, তেল, মশলা ও জ্বালানী) বাবদ প্রদেয় অর্থের পরিমাণ ৭৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮১০০ কোটি টাকা করা হয়েছে।
রাজ্যের দাবি মেনে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে দিল কেন্দ্র। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মিড ডে মিল খাতে বরাদ্দ ৪ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৭৯ পয়সা করা হয়। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বরাদ্দ ৬ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৭৫ পয়সা করা হয়।
পশ্চিমবঙ্গের শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না। পরে তিনি জানান মিড ডে মিল নিয়ে রাজ্যের দাবি ছিল প্রাথমিকে ছাত্র পিছু ১০ টাকা এবং উচ্চপ্রাথমিকে ছাত্র পিছু ১২ টাকা। সেখানে সামান্য বৃদ্ধি করে যথাক্রমে ৪ টাকা ৭৯ পয়সা এবং ৭ টাকা ৭৫ পয়সা করা হল।
Social Plugin