মাধ‍্যমিক থেকে শিক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বেশ সতর্ক উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ। কড়া পদক্ষেপ নিল শিক্ষা সংসদ। পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিক্টেটরের সাথে থাকবে বিশেষ টিম। টুকলি, মোবাইল ধরা পড়লে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনও বাতিল করার কথাও বলেছে সংসদ। 

অন্যদিকে বিদ্যালয় গুলির ক্ষেত্রেও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সংসদ। জানা গেছে, কোনও  স্কুলের গাফিলতি যদি ধরা পড়ে, তবে সেক্ষেত্রে তাদের অনুমোদন বাতিল করে দেওয়া হবে। সাথে পর্যবেক্ষকদেরও ছাড় নেই। পর্যবেক্ষকরাও গাফিলাতি করলে অনুমোদন বাতিল করা হবে জানা গেছে। এরুপ সিদ্ধান্তের জেরে নড়েচড়ে বসতে শুরু করে দিয়েছে স্কুল ও পর্যবেক্ষকরা। 

তবে, বিশিষ্ট মহল মনে করছে, মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই থেকেই সংসদ এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 

উল্লেখ্য, এবছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নফাঁসে জেরবার হয় পর্ষদ। সাথে সাথে রাজ্যের বিভিন্ন সেন্টার থেকে একাধিক পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়, মোবাইল গুলো বাজেয়াপ্ত করেছিল পর্ষদ।