বেতন কাঠামো ঘোষণা না হলেও  বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে ইনভিজিলেটরের দায়িত্ব দেওয়া হয় পার্শ্বশিক্ষকদের। এই প্রসঙ্গে "একটা অপমান জনক যুগের অবসান হলো আজ।" মাধ্যমিকের প্রথমদিনের পরীক্ষা শেষে এভাবেই অনুভব ব্যক্ত করেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের লড়াকু নেতা ভগীরথ ঘোষ। এবার ১২ মার্চ থেকে শুরু হতে চলা গুরুত্বপূর্ণ উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও দায়িত্ব পেলেন  রাজ্যের  পার্শ্ব শিক্ষকরা।

আজ একটি বিজ্ঞপ্তি জারি করে কাউন্সিলের সভাপতি ড . মহুয়া দাস জানান-

"এতদ্বারা সকল উচ্চমাধ্যমিক বিদ্যায়তনের প্রধানদের জানানাে যাচ্ছে যে, আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা একই দিনে অর্থাৎ ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে। প্রতিটি Venue র Venue Supervisor/HM/TIC বিদ্যায়তনের সঙ্গে যুক্ত পার্শ্বশিক্ষকদের (Para Teacher) একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও বিশেষ প্রয়ােজনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় Invigilation এর কাজে নিজ দায়িত্বে নিযুক্ত করতে পারেন।" 



এই বিজ্ঞপ্তি জারির সাথেই সাথেই প্রশ্ন উঠেছে কাউন্সিল কেন Venue Supervisor/HM/TIC দের " নিজ দায়িত্বের" কথা উল্লেখ করলেন? যদি পার্শ্বশিক্ষকদের ইনভিজিলেশনের ক্ষেত্রে কোন ভুল হয় তার দায় বর্তাবে Venue Supervisor/HM/TIC-র উপর, এতে কি Venue Supervisor/HM/TIC রা রাজি হবেন নিজ দায়িত্বে পরিক্ষায় ইনভিজিলেশনের দায়িত্ব দিতে? 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

সাথে প্রশ্ন উঠছে একাদশ শ্রেণির পরীক্ষায় দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও  উচ্চমাধ্যমিক পরীক্ষায় "বিশেষ প্রয়োজন" উল্লেখ করা হল কেন? তার অর্থ কি উচ্চমাধ্যমিকের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষায় ইনভিজিলেশনে পার্শ্বশিক্ষকদের রাখতে চাইছেন না সরকার?