কোচবিহার ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে শহীদ -ই- আজম ভগৎ সিং এর ৯০তম প্রায়ন দিবস পালিত হল ক্ষুদিরাম স্কোয়ারে। এদিন ভগৎ সিং- এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন  করেন কমিটির কোষাধ্যক্ষ নেপাল মিত্র, কমিটির সদস্য রানী ঘোষসহ আরও অনেকে। এছাড়াও, এদিন উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।

করোনা সংক্রমণের জেরে জনসমাগম এড়ানোর জন্য সতর্কতা জারি হয়েছে সেই সতর্কতা মেনেই ভগৎ সিং -এর প্রয়াণ দিবস পালন করা হয় বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।