pic source: india tv
করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছেই। করোনা মোকাবিলায় রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে (PM Cares Fund)-এর ব্যবস্থা করা হয়েছে।

দক্ষিন এশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে (PM Cares Fund)-এ সকল কর্মীর দুমাসের করে বেতন দান করা হল। গত সপ্তাহে এসবিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষের বার্ষিক লভ্যাংশের ০.২৫ শতাংশ দান করা হবে তহবিলে।

এদিন, এসবিআই-এর তরফ থেকে একটি টুইট করে জানানো হয় সমস্ত কর্মীর দুমাসের বেতন প্রধানমন্ত্রী জাতীয় ত্রান তহবিলে দান করা হল।
এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার জানাচ্ছেন, ‘‘এটা অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের সমস্ত কর্মীরা স্বেচ্ছায় এগিয়ে এসে তাঁদের দু'দিনের বেতন তুলে দিচ্ছেন ‘পিএম কেয়ার্স ফান্ড'-এ।' কোভিড-১৯-এর সঙ্গে লড়তে আমাদের সকলকে এবার একসঙ্গে এগিয়ে আসতে হবে।!

তিনি আরও বলেন, ‘‘এই অতিমারীর মোকাবিলায় আমরা সবাই সরকারকে সব রকম সাহায্য করতে প্রস্তুত।''