২১ দিনের লক ডাউনে দেশ। জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে বেরোনো নিষেধ। করোনা সংক্রমণ রুখতে একমাত্র উপায় সোশ্যাল ডিসটেন্সিং।পরিস্থিতি সামাল দিতে ও কেউ যাতে নিয়ম না ভাঙে সেইদিকে কড়া নজর দিচ্ছে পুলিশ। চলছে নাকা চেকিং। নিয়ম ভাঙলে ব্যবস্থা রয়েছে শাস্তিরও।

করোনার জেরে মানুষকে লক ডাউন পালন করাতে সামনে আসছে পুলিশের বিভিন্ন ভূমিকার ছবি। তবে অভিনব পদ্ধতি অবলম্বন করলেন এই পুলিশ। গান গেয়ে সচেতনতা প্রচার করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। 
গুরগাঁওয়ের রাস্তায় ঘুরে ও বিভিন্ন আবাসন চত্বরে গান গেয়ে সচেতনতা প্রচার করছেন এক পুলিশ অফিসার! অফিসারের গলায় জনপ্রিয় হিন্দি গান-'এক পেয়ার কা নগমা হ্যায়'। তবে তার পরের কথাগুলো পরিবর্তিত। 

ভিডিওতে দেখা যায়, আবাসনের বারন্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে বয়স্ক থেকে শিশু, সবাই তার গানের সাথে সুর মিলিয়ে গান উপভোগ করছেন।