করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে। সারা বিশ্ব স্থম্ভিত। করোনা ভাইরাস সংক্রমন দ্বিতীয় স্টেজের মধ্য দিয়ে চলছে ভারত। এর মাঝেই রাজ্য থেকে কেন্দ্র নানাবিধ বিধি-নিষেধ জারি করেছে। বিশেষজ্ঞরা মনে করছে, দেশে এখনো 'Comunity Transmission' হয়নি।
এদিন, রাত ৮টায় করোনা পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষনে তিনি বলেন, “দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিতে চাই। ভারতে করোনার প্রভাব পড়বে না তা ভাবা ভুল। মহামারিকে রোধ করতে নিজের কর্তব্য পালন করব। সংকল্প নেব আমরা সচেতন হব। অপরকে সংক্রমণের হাত থেকে বাঁচাব। সকলকে সুস্থ রাখার জন্য সামাজিক দূরত্ব তৈরি করতে হবে। ভিড় থেকে দূরে থাকতে হবে। কয়েক সপ্তাহ খুব জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন না। রবিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলবে জনতা কারফিউ।”
একনজরে-
1) সারা বিশ্বের উন্নত দেশ গুলি যেখানে এই মহামারি সঙ্গে লড়াই করছে সেখানে আমাদের নিশ্চিন্তে থাকলে চলবে না l
2) জরুরী কাজ ছাড়া বাইরে বেরোবেন না l
3) নিজে বাঁচলে জগৎ বাজবে l
4) 60 বছরের বেশি বয়সের প্রবীণ দের বাড়ীর বাইরে বেরোতে না l
5) রবিবার সকাল 7টা থেকে রাত 9টায় পর্যন্ত জনতা কার্ফু l
6) নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যাওয়া এড়িয়ে চলুন। ছোট সমস্যাগুলির জন্য ফোনে পরিবারের ডাক্তারদের কল করুন।
7) ১০ জনকে ফোন করুন এবং সামাজিক দূরত্ব এবং জনতা কারফিউর এই বার্তাটি ছড়িয়ে দিন।
8) নির্বাচনী প্রচার স্থগিত করা উচিত।
৯) এই মহামারীজনিত অর্থনৈতিক সমস্যা হ্রাস করার জন্য সরকার ১৯ টি অর্থনৈতিক টাস্কফোর্স গঠন করেছে।
১০) ব্যবসায়ীদের- তাদের কর্মীদেরও যত্ন নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
১১) দুধ, ওষুধ ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্যগুলি প্রভাবিত হবে না। সুতরাং দয়া করে এসব জমা রাখবেন না। কোনও আতঙ্কের কারণ নেই।
১২) এই লড়াই জিততে হবে!
বিস্তারিত আসছে...
একনজরে-
1) সারা বিশ্বের উন্নত দেশ গুলি যেখানে এই মহামারি সঙ্গে লড়াই করছে সেখানে আমাদের নিশ্চিন্তে থাকলে চলবে না l
2) জরুরী কাজ ছাড়া বাইরে বেরোবেন না l
3) নিজে বাঁচলে জগৎ বাজবে l
4) 60 বছরের বেশি বয়সের প্রবীণ দের বাড়ীর বাইরে বেরোতে না l
5) রবিবার সকাল 7টা থেকে রাত 9টায় পর্যন্ত জনতা কার্ফু l
6) নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যাওয়া এড়িয়ে চলুন। ছোট সমস্যাগুলির জন্য ফোনে পরিবারের ডাক্তারদের কল করুন।
7) ১০ জনকে ফোন করুন এবং সামাজিক দূরত্ব এবং জনতা কারফিউর এই বার্তাটি ছড়িয়ে দিন।
8) নির্বাচনী প্রচার স্থগিত করা উচিত।
৯) এই মহামারীজনিত অর্থনৈতিক সমস্যা হ্রাস করার জন্য সরকার ১৯ টি অর্থনৈতিক টাস্কফোর্স গঠন করেছে।
১০) ব্যবসায়ীদের- তাদের কর্মীদেরও যত্ন নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
১১) দুধ, ওষুধ ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্যগুলি প্রভাবিত হবে না। সুতরাং দয়া করে এসব জমা রাখবেন না। কোনও আতঙ্কের কারণ নেই।
১২) এই লড়াই জিততে হবে!
বিস্তারিত আসছে...
Social Plugin