Latest News

6/recent/ticker-posts

Ad Code

অশ্বমেধ ও বিশ্বহিন্দু পরিষদের পরিচালনায় দিনহাটায় বসন্ত উৎসব


আজ দিনহাটা বড়ো শিব বাড়ী চৌপথি তে অশ্বমেধ এর ব্যবস্থাপনায়,বিশ্বহিন্দু পরিষদের পরিচালনায় বসন্ত উৎসব-2020 পালিত হলো।

এই নিয়ে দিনহাটা বাসীর মধ্যে দারুন উৎসাহ লক্ষ্য করা গেছে।সংগঠনের পক্ষে দীপায়ন চক্রবর্তী বলেন,বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালিত হলেও, সাধারন মানুষের সাথে তাঁর যোগাযোগ খুব একটা থাকে না,নিদৃষ্ট কিছু মানুষ তাতে অংশগ্রহণ করতে পারে।সংখ্যাধিক্য মানুষ সেই সমস্ত অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন না,আয়োজকদের তরফে বাঁধনিষেধ থাকায়।কিন্তু আজকের বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত বসন্ত উৎসব ছিল সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত,প্রবেশ ছিল অবাধ।দিনহাটার মানুষ এতে ভীষণ ভাবে সাড়া দিয়েছেন,সকলে একসাথে আনন্দে মেতে উঠেছেন ।

আজকের এই অনুষ্ঠানে বিশ্বহিন্দু পরিষদ এবং অশ্বমেধ এর কার্যকর্তাদের মধ্যে শিক্ষক দীপায়ন চক্রবর্তী,অমিত দাস,ডক্টর রাজা ঘোষ,চন্দনা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad Code