তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র-এর টুইট এর এক ভিডিওতে উঠে এসেছে এক ডাক্তারের শেষ অবস্থার ছবি ও তাঁর বক্তব্য করোনা ভাইরাস নিয়ে ৷
সাদা মুখোশে হাসপাতালের বেডে শুয়ে ডাক্তার উসামা রিয়াজ মৃত্যুর কয়েকঘণ্টা আগেই ফোনেই তুললেন ভিডিও ৷ ট্যুইটার থেকে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইনি পাকিস্তানের নাগরিক ও লাহোরের এক নার্সিং হোমের চিকিৎসক ছিলেন ৷ করোনা ভাইরাস আক্রান্ত রোগির চিকিৎসা করতে গিয়ে নিজেই আক্রান্ত এই মারণ ভাইরাসে। শারীরিক অবস্থার অবনতি হতেই থাকে৷ শুরু হয় চিকিৎসকের চিকিৎসা ৷ শেষ সময়েও নিজের দায়িত্ব ভুললেন না তিনি ৷ দেশবাসী ও বিশ্ববাসীকে বার্তা দিয়ে তিনি শুধু বার বার বলেই গেলেন...‘এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয় ৷ এই ভাইরাস ভয়ঙ্কর ৷ মারণ ৷ সাবধানে থাকুন, সচেতন থাকুন ৷ এই ভাইরাসের সঙ্গে লড়তে হবেই ৷ দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে ৷ আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে....’
WARRIOR IS A ONE WHO DIES ON THE BATTLEFIELD..!!— Moitra Mauha (@Polytikle) March 23, 2020
Dr Usama Riaz, contracted virus while treating patients, emphasizes severity of this virus. He bravely fought against corona & left a message for all of us. His last words...#StayAtHomeSaveLives pic.twitter.com/c5ZSNoJ7gu
May he Rest In Peace https://t.co/jbWUiFbMbq— moonbeam🌙 (@02senorita) March 24, 2020
Social Plugin