Latest News

6/recent/ticker-posts

Ad Code

'স্বাস্থ্য বীমা কার্ড'এ পরিবারের প্রধান হিসাবে স্বীকৃত হবে পরিবারের মহিলা সদস্যঃ মমতা

pic source: northeast now bengali
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্ব মুখর নারীশক্তির বন্দনায়। সাথে সাথে এদিন নারীত্বের জয়গান গাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি নারীদের সমাজের স্তম্ভ বলে বর্ণনা করেন এদিন।

তিনি আরও বলেন, রাজ্যের, দেশের, বিশ্বের সমস্ত শ্রেণির, সমস্ত স্তরের নারী আমাদের গর্ব। আজ তাঁদের ভূমিকা, নীরব পরিশ্রম নতুন করে স্মরণ করার দিন। তাঁদের কল্যাণের কথা ভেবেই বাংলায় কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প। যাতে সমাজে, নিজেদের জীবনে আরও দ্রুত এগিয়ে যেতে পারেন নারী।


সাথে সাথে তিনি আরও জানান, রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক দিক থেকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, আগামী দিনে 'স্বাস্থ্য সাথী', 'স্বাস্থ্য বীমা কার্ড'এ পরিবারের প্রধান হিসাবে স্বীকৃত হবে পরিবারের মহিলা সদস্যদের নাম। নারী দিবসে নারীদের এই উপহার দিলেন মুখ্যমন্ত্রী। 

Ad Code