Pic source: one india

রাজ‍্য সরকারের এবারের বাজেটে রাজ‍্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কর্মসাথী প্রকল্পের ঘোষনা করেছিলেন। কর্মসাথী প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণদান করার কথা বলেছিলেন অর্থমন্ত্রী সাথে সাথে এই প্রকল্পের জন‍্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষনা করেছিলেন অর্থমন্ত্রী। 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222



সেই কথাই এদিন তুলে ধরলেন মুখ‍্যমন্ত্রীও। কালিয়াগঞ্জে সভায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় ঘোষনা করেন, কর্মসাথী প্রকল্পে ১ লাখ ছেলেমেয়েকে ২ লাখ টাকা করে দেওয়া হবে। কর্মসাথীর জন্য অ্যাপ তৈরি করার কথাও ঘোষনা করেন তিনি। ঋণের জন্য বিডিও অফিসে আবেদন করতে হবে যুবক-যুবতীদের। তারপর নাম নথিভুক্তকরণের পর অ্যাপের মাধ্যমেই চলে আসবে টাকা। 

মুখ‍্যমন্ত্রী আরো বলেন, "যাতে এর ওর কাছে যেতে না হয়।" তিনি এই ঈঙ্গিত দিলেন যে, কর্মসাথী প্রকল্পের আওতায় যারা টাকা পাবেন তাদের মাঝখানে যেন কেউ টাকা না খেতে পারে তাই এই অ্যাপের ব‍্যবস্থা।