Latest News

6/recent/ticker-posts

Ad Code

একই নিয়মে লকডাউন হচ্ছে বাংলাদেশ


একই নিয়মে লকডাউন হচ্ছে বাংলাদেশ


করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশে সব ধরণের গণপরিবহন বৃহস্পতিবার থেকে 'লকডাউন' ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কোন সড়কে কোন রকম যাত্রীবাহী যানবাহন চলাচল করবে না। এই লকডাউন কার্যকর থাকবে পরবর্তী দশদিন। বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

তবে আজ ও কাল সীমিত আকারে চলবে যাত্রীবাহী বাস। এদিকে, আজ থেকেই সারাদেশে নৌপথে লঞ্চ, ছোট নৌকাসহ সব ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে চলবে পণ্যবাহী নৌযান।এ কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌ পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।

রেলমন্ত্রী নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'আজ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।'

এর আগে রেলওয়ে বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, আজ থেকে সারা দেশে স্থানীয় কমিউটার মেইল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আর আগামী ২৬ তারিখ থেকে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হবে। তবে মালবাহী ট্রেন চলাচল চালু থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। আজ থেকে সব ধরণের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ রয়েছে।

**News Src: BBC

Ad Code