Latest News

6/recent/ticker-posts

Ad Code

জনগণনা ও জাতীয় জনসংখ্যাপঞ্জি স্থগিতের ঘোষণা করল কেন্দ্র

pic source: twitter
২০২১-এর জনগণনা ও জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর)-র প্রথম পর্যায়ের কাজ স্থগিতের ঘোষণা করল কেন্দ্র। আগামী ১ এপ্রিল থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল। ২০২১-র জনগণনার কাজ দুটি পর্যায়ে হওয়ার কথা ছিল। প্রথম পর্যায়ে আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির তালিকা ও গৃহস্থালির সমীক্ষা সংক্রান্ত কাজ হওয়ার কথা ছিল। দ্বিতীয় পর্যায়ে ২০২১-র ৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি জনসংখ্যা গণনা হওয়ার কথা ছিল। কিন্তু বাধ সাধল করোনা সংক্রমণ। 

রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনারের দফতর বুধবার পর্ববর্তী নির্দেশ পর্যন্ত এই কাজ স্থগিত রাখার ঘোষণা করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দফতর জানিয়েছে, মারাত্মক করোনাভাইরাসের সংক্রমণ বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ২১দিন লক ডাউন শুরু হয়ে গেছে দেশে। 

Ad Code