Pic source: national herald

আগামী মাসেই কলকাতাসহ রাজ‍্যের ১০৭টি পুরসভায় ভোট। যদিও এখোনো দিনক্ষন ঘোষনা করা হয়নি। এর মাঝেই রাজ‍্য নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন রাজ‍্যের রাজ‍্যপাল জগদীপ ধনেকড়। রাজ‍্যপাল চিঠিতে নির্বাচন কমিশনকে ভোটে তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আবেদন জানান। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসকে লেখা ওই চিঠিতে তিনি আরো বলেন, কমিশন যেন রাজ‍্য সরকার পরিচালিত প্রতিষ্ঠান হয়ে না ওঠে।

সাথে সাথে ২০১৩ এবং ২০১৮ সালের নির্বাচনের সময় রাজনৈতিক হিংসার ঘটনায় কলঙ্কিত হয়েছিল গণতন্ত্র বলে অভিযোগও করেন তিনি। 

রাজ্যপাল জগদীপ ধনেকড় তাঁর চিঠিতে লেখেন, ভোটের সময় নির্বাচন কমিশনই সর্বাধিক ক্ষমতাধর। এ রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য রাজ্যের পুলিশের উপরে নির্ভর না করে নির্বাচন কমিশনের উচিত অতিরিক্ত বাহিনীর সাহায্য নেওয়া হয়। 

তিনি এও জানান, নির্বাচন কমিশন অনুরোধ করলে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থা করে দিতে পারেন।