pic source: facebook

কিছুদিন আগেই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চা-পার্টির মত গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। এবার সেই একই উদ্দেশ্য নিয়ে গোমূত্র বিক্রি শুরু করলেন হুগলির এক ব্যবসায়ী। ঘটনাটি হুগলির ডানকুনিতে দিল্লি রোডের পাশে। দোকানের বাইরে বড় বড় করে কাগজের প্ল্যাকার্ডে লেখা, "গো-মূত্র পান করুন এবং করোনা ভাইরাস থেকে বাঁচুন।"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দোকানের ওই ব্যবসায়ী বলেন, "দিল্লির হিন্দু মহাসভার গোমূত্র পার্টি থেকেই আমি উৎসাহিত হয়েছি। সেখানে সাধু সন্ন্যাসীরা দাবি করেছেন গোমূত্র পান করলেই ভাল হয়ে যাবেন সকলে যারা করোনাভাইরাসে আক্রান্ত।" 

কিন্তু এতে কী আদৌ সম্ভব করোনাভাইরাস প্রতিরোধ? যেখানে সারা বিশ্বের বিজ্ঞানী গবেষকেরা পারছেন না। সেই প্রশ্নের উত্তরে ওই ব্যবসায়ী বললেন, "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কেউ যদি আস্থা রাখেন। তাহলে নি:সন্দেহে সেই রোগ থেকে কেউ রেহাই পেতেই পারেন।"