আতঙ্কের আরেক নাম এখন করোনা। চিন থেকে অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, ব্রিটেন সর্বত্র ছড়িয়ে পড়ছে করোনা। লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। হু এর রিপোর্ট অনুসারে কোভিড নাইট্টিন ছোবলে আক্রান্ত এক লক্ষেরও বেশি মানুষ। 

এমনকি করোনায় আক্রান্ত খোদ ব্রিটেনের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী ন্যাডিন ডোরিস। ৫ মার্চ তাঁর শরীরে প্রথম করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়। আপাতত কোয়েরেন্টাইনে রয়েছে ডোরিস। ডোরিসের উপসর্গ ধরা পরার আগে যাঁদের সঙ্গে দেখা করেন, তাঁদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সব মন্ত্রী সচিবরাও সেই তালিকায় রয়েছেন।

গোটা ব্রিটেন জুড়েই করোনা আতঙ্ক। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭৩। ছজনের মৃত্যু হয়েছে।নিউইয়র্কের গর্ভনর অ্যান্ডু কুমো জানিয়েছে পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল গার্ডদের মোতায়েন করা হচ্ছে।