এদিকে যখন জনতা কার্ফু তে মানুষ ঘরের ভেতরে ঢুকে বসে ছিলো তখন ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে গুলির লড়াইয়ে নিখোঁজ ১৭ জন নিরাপত্তা রক্ষী। ঘটনাটি ঘটেছে এলাম গুন্ডার কাসালপাডের চিন্টাগুফা ও সুকুমা জেলার জঙ্গলে।

শনিবার ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রবল গুলির লড়াই চলে। সেই লড়াইয়ে ১৭ জওয়ান নিখোঁজ হয়েছেন। অন্তত ১৫ জন জওয়ান গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে সুকমা জেলার জঙ্গল ও পার্বত্য এলাকা এলমাগুন্ডার চিন্তাগুফার কাছে। জখম নিরাপত্তা রক্ষীদের এয়ারলিফটের মাধ্যমে রায়পুর হাসপাতালে ভরতি করা হয়েছে। গতকাল পর্যন্ত এই ১৭ জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। জানা যাচ্ছে, আজ সকালে নিখোঁজ জওয়ানদের খোঁজে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা বাহিনীর অন্তত ৫৫০ জনের একটি দলকে পাঠানো হয়।

জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়, চিন্টাগুফার কাছে গত শনিবার থেকেই মাওবাদী লুকিয়ে আছে, এমন খবর পাওয়া যায়, তারপরে সেই খবর পেয়ে যান সেনাবাহিনীরা তল্লাশিতে। কিন্তু তারপরে তাদের সাথে মাওবাদীদের চলে গুলির লড়াই, আর সেই গুলির লড়াইয়ে গুরুতর জখম হন ১৪ জন নিরাপত্তা রক্ষী ও প্রথমে ১৭ জন গেলেও তাদের পাওয়া যায় না।

আরও পড়ুনঃ অবশেষে করোনা (কোভিড ১৯) এর প্রতিষেধক আবিষ্কার- দাবী কিউবার 

সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।