অবৈধ মুখশ্রী
চিরঞ্জিত বিশ্বাস

ভদ্রতার গলিতে খামখেয়ালির ধোঁয়া
রঙ মাখে ফিকে কল্পনার ,
ঘুঙুরের নেশা কাতরাতে থাকে
রঙিন হরিণীর ডাকে ।
আধখানা চুম্বন এলিয়ে রাখি স্মৃতির বারান্দায় ...
যদি কেউ এসে একমুঠো বৃষ্টি দেয় ,
ভিজিয়ে দেয় শুষ্ক মরুময় শহরটাকে ...
তবে জীবনে যানজট কিছুটা কমে যায় ।
একটা আস্ত সূর্য বলয়গ্রাসের অপেক্ষায়
প্রতিটি সময় ধর্ষিত হয় পৃথিবী ,
নগ্নরূপে বিভীষিকার ছায়া জমে থাকে
রাজনীতির একটা আস্ত থালায় ।
পৃথিবীর মন সবসময় উলঙ্গ হতে থাকে ...
তার অনাবৃত স্তনে হা করে থাকে ..
নরপিশাচের দল ,
খামচে নখের দাগ বসিয়ে দেয় সভ্যতার বুকে ,
আমরা ভুলে যাই প্রতিনিয়ত
এই নগ্ন স্তনই আমাদের প্রথম প্রত্যুষের ....
জীবনদায়ী ঔষধ ছিল ।