Latest News

6/recent/ticker-posts

Ad Code

শান্তিনিকেতনে করোনা ভাইরাসের জেরে স্থগিত বসন্ত উৎসব

Pic source: travel whitsle

করোনা ভাইরাসে আতঙ্কের জেরেই শান্তিনিকেতনের বসন্ত উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের সিদ্ধান্তে মন ভার শিল্পীদের। প্রতি বছরের ন্যায় এবারেও উপচে পড়া ভিড়ের প্রহর গুনছিল উদ্যোক্তারা। চিনের সাথে সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। দেশেও ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এর জেরেই রাজ্য এবং কেন্দ্রের নির্দেশ জনসমাগম এড়াতে হবে। জনসমাগম এড়াতেই এই সিদ্ধান্ত।ইতিমধ্যেই প্রতিবেশী সিকিম এবং ভুটানে বিদেশী পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই আর ঝুঁকি নেয়নি উদ্যোক্তারা। আর তাই পিছিয়ে আসা। বসুন্ধরার কর্ণধার সুজিত রাহা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে পঁচিশে বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতে পারে। কিন্তু বসন্ত উৎসব এবারের মতো স্থগিত থাকছে। সমাজকে এক বার্তা দিতেই এগিয়ে আসা। 

এই সিদ্ধান্তের জেরে মন খারাপ শিল্পীদের। অনেকদিন আগে থেকেই চলছিল প্রস্তুতি। সব প্রস্তুতিই প্রায় হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের কার্ড বিলিও শেষ। এমনকি মঞ্চ তৈরির কাজও হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু রাঙিয়ে তোলার। কিন্তু করোনার থাবা রুখতেও এই সিদ্ধান্তকে মানতে বাধ্য শিল্পীরাও।

Ad Code