পেট্রোপণ্যে লুঠ ও ডাকাতি, প্রতিবাদে রাস্তায় এস ইউ সি আই(সি)

পেট্রোপণ্যের উপর অতিরিক্ত তিন টাকা ট্যাক্স নতুন করে চাপাল কেন্দ্রীয় সরকার। ফলে লিটার প্রতি কেন্দ্র ও রাজ্যের ট্যাক্স ও সেস বাবদ ৪৫ টাকা ছাড়ালো। এর উপর রয়েছে লভ্যাংশ। অথচ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বিপুল হারে কমে ব্যারেল প্রতি ৩০ ডলারে নেমেছে । বিশ্বের দেশে দেশে পেট্রোপণ্যের দাম এক ধাক্কায় অর্ধেক পর্যন্ত কমছে। এর প্রতিবাদে গতকাল জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ও প্রতিলিপিতে অগ্নিসংযোগ করলো এস ইউ সি আই( কমিউনিস্ট ) দলের কর্মী সংগঠকরা ।

তার আগে শহরে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন এস ইউ সি আই (সি) এর জেলা কমিটির সদস্য কমরেড দীপক পাত্র।  বিক্ষোভ সভায় কমরেড দীপক পাত্র ছাড়াও বক্তব্য রাখেন মানিক পড়িয়া, এস ইউ সি আই (সি) মেদিনীপুর লোকাল কমিটির সদস্য কমরেড শীর্ষেন্দু শাসমল, কমরেড অক্ষয় খান প্রমুখ। এস ইউ সি আই (সি)এর পশ্চিম মেদিনীপুর জেলা

সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী বলেন - "গোটা বিশ্ব আজ করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত। মানুষের অসহায়তার এই সুযোগে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের দেশে তেলের দাম না কমিয়ে আরো তিন টাকা করে ট্যাক্স লিটার প্রতি চাপিয়ে দিয়েছে। আমাদের দল যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় যেমন সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে , তেমনি এখন করোনা পরিপ্রেক্ষিতেও আমাদের দলের ডাক্তার-নার্স- ডাক্তারি ছাত্র- স্বাস্থ্য কর্মী সহ সকল ভলেন্টিয়ার  নানান কার্যক্রম পরিচালনা করছেন । ঠিক সেই সময়ে পেট্রোপণ্যে দেশবাসীর কাছ থেকে দিনে দুপুরে ডাকাতি ও লুঠ ঠেকাতে  রাস্তায় নেমে প্রতিরোধ আন্দোলনে বাধ্য হয়ে সামিল হতে হচ্ছে আমাদেরকে। পেট্রোল-ডিজেলের উপর কেন্দ্র ও রাজ্যের চাপানো ট্যাক্স ও সেস বাবদ লিটার প্রতি প্রায় ৫০  টাকা, তার উপর অধিক লভ্যাংশ যুক্ত, যা প্রত্যাহার করলে প্রকৃত দাম লিটার প্রতি ১/৪ হয় । এই লুট বন্ধ করে পেট্রোপণ্যের দাম কমাতে হবে । কেন্দ্রের বিজেপি সরকার একদিকে এন পি আর- এন আর সি ও সি এ এ চাপিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অপরদিকে অর্থনৈতিক লুঠতরাজ চালাচ্ছে। সংগঠিত করছে গণহত্যা। করোনাভাইরাস জুজু দেখিয়ে ইতিমধ্যে ট্রেনের প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা করেছে। বাস্তবে এই সরকারের নিষ্ঠুর অর্থনৈতিক ও বিদ্বেষের  ভাইরাসে ১৩৫ কোটি ভারতীয় নাগরিক চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে । এই সমস্ত কিছুর বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ আন্দোলনে শামিল হতে হবে করোনাভাইরাস সংক্রান্ত সর্তকতা অবলম্বন করেই।"