বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগলের এই নেভিগেশন সার্ভিস। গুগল জানিয়েছে বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস নেভিগেশন ব্যবহার করেন। সম্প্রতি ১৫ বছরে পা দিয়েছে গুগল ম্যাপস। এই জন্য গুগল ম্যাপস লোগোতে পরিবর্তন এসেছে। একই সঙ্গে সামনে এসেছে গুগল ম্যাপসের নতুন লোগো। সঙ্গে যোগ হয়েছে কিছু দুর্দান্ত ফিচার। দেখে নিন সেই ফিচারগুলি:

১) সেভড – সেভড ট্যাব ব্যবহার করে গুগল ম্যাপস গ্রাহকরা ৬.৫ বিলিয়ন জায়গা দেখে নিতে পারবেন। অন্য গুগল ম্যাপস গ্রাহকরা এই জায়গাগুলি সেভ করেছেন। চাইলে কোন গ্রাহক অন্যকে নির্দিষ্ট জায়গার পরামর্শ দিতে পারবেন।

২) এক্সপ্লোর ট্যাব – এক্সপ্লোর ট্যাবে নিকটবর্তী রেস্তোরাঁ, থিয়েটার, ও অন্যান্য জনপ্রিয় জায়গা সহজেই খুঁজে পাওয়া যায়। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা এক্সপ্লোর ট্যাব ব্যবহার করতে পারেন।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


৩) কমিউট ট্যাব – ড্রাইভ করার সময় ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সময় এই ট্যাব কাজে লাগবে। ট্রাফিকের হাল হকিকত জানা যাবে এই ট্যাব থেকে। গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে জানা যাবে সেই তথ্য।

৪) কন্ট্রিবিউট – এই ট্যাব থেকে সহজেই আপনার পাড়া সম্পর্কে বিভিন্ন তথ্য গুগল ম্যাপসে লিখতে পারবেন। গুগল ম্যাপসে কোন ভুল থাকলে তা ঠিক করা যাবে এই ট্যাব থেকে।

৫) আপডেটস – এই ট্যাবে নিকটবর্তী 'ট্রেন্ডিং’ জায়গার হদিশ মিলবে। এছাড়াও চাইলে নিকটবর্তী ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।