সৌম্যজীৎ চ্যাটার্জ্জী, হুগলীঃ 
দূর্গাপুজো সাধারণত বছরে দুবার হয়- শরৎকালের দূর্গাষষ্ঠী  এবং বসন্তকালে অশোকষষ্ঠী। তবে দোলপূর্ণিমায় দুর্গাপুজোর ঘটনা বিরল। শ্রীরামপুরের পঞ্চাননতলা এমনই ঐতিহ্য বহন করে চলেছে বিগত ২১৫ বছর ধরে।

শ্রীরামপুরের দে বাড়ির সদস্যরা এই পুজোর প্রচলন করলেও, বর্তমানে সেই ধারা বয়ে নিয়ে চলেছে শ্রীরামপুর টাউন ক্লাব। যদিও এই পুজোয় মা দূর্গার পাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক থাকেননা, বরং থাকেন জয়া ও বিজয়া নামের তাঁর দুই সখী। স্থানীয় এক ব্যক্তির মতে, "এই পুজোকে মহিষাসুর-মর্দিনীর পুজো বলা হয়। দোলপূর্ণিমাকে সপ্তমী ধরে পরবর্তী চারদিন পুজো করা হয়। পাড়ার সবাই মিলে এই চারদিন খাওয়াদাওয়া, আড্ডায় মেতে উঠি।"