pic source: bjp west bengal-fb-page

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে বাংলারই ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হবে। কলকাতার শহিদ মিনারের সভায় ভাষণে বললেন বিজেপি নেতা ও কেন্ত্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, "সিএএ (CAA) পাশ করতে বাংলার মানুষের অবদান আছে। তাই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কেবলমাত্র এখানকার কোনও ভূমিপুত্রই হবেন। বিজেপি ক্ষমতায় এসেই তা করবে।" 

যদিও ভূমিপুত্র বলতে অমিত শাহের তির কার দিকে তা স্পষ্ট হচ্ছে না বলে মনে করছেন অনেকেই। আজ সভার ভাষণের শুরু থেকেই আক্রমনাত্মক ছিলেন অমিত শাহ। তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে তিনি মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। 

সভার শুরুতেই তিনি রাজ্য বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচির সূচনা করেন। একটি নম্বর ঘোষণা করেন। যে নম্বরে ফোন করে সাধারণ মানুষ তাদের অভিযোগ করতে পারবে। নম্বর ঘোষণা করে অমিত শাহ বলেন, "দিদিকে বলো-তে কিছু জিজ্ঞাসা করলেই বলবেন আর নয় অন্যায়।"