সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক মহল থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও বিরোধীতায় সরব হয়েছে। এর থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। 


আজ স্টেট এডেড কলেজ টিচার্স (স্যাক্ট) এর পক্ষথেকে প্রায় পাঁচশোর বেশি অধ্যাপক-অধ্যাপিকা আওয়াজ তোলেন- "NRC-CAA নিপাত যাক।" 


ফেব্রুয়ারি রবিবার 2020 সময় দুপুর 2 টায় বর্ধমান টাউন হল থেকে শান্তিপূর্ণ পদযাত্রা বের হয়।পূর্বাঞ্চলীয় শাখার চার জেলার অতিথি অধ্যাপকরা ( SACT) এতে অংশ নেন। মন্ত্রী স্বপন দেবনাথও এই মিছিলে অংশ নেন। 


পূর্বাঞ্চলীয় শাখার সভাপতি আব্দুল হান্নান খান জানান- "আমরা বর্তমান রাজ্য সরকারের পাশে ছিলাম, বর্তমানে আছি আর ভবিষ্যতে থাকবো এই অঙ্গীকার করছি।"


বিস্তারিত ভিডিওতে-