![]() |
pic source: hindusthan times |
চলতি বছরের জুলাইয়ের ২৪ থেকে আগস্টের ৯ তারিখ পর্যন্ত টোকিওতে বসছে অলিম্পিকের আসর। আর এই অলিম্পিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অনুরোধ পৌঁছে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে সরাসরি সৌরভের কাছে অনুরোধ করা হয়েছে।
সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, আওএ (ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন)-র সচিব রাজীব মেহতা সৌরভকে চিঠি লিখেছেন শুভেচ্ছাদূত হওয়ার আহ্বান জানিয়ে। সেখানে লেখা হয়েছে, “চলতি বছরের অলিম্পিকে ১৪ থেকে ১৬টি স্পোর্টস ক্যাটেগরি থেকে দেশের ১০০ থেকে ২০০ জন অ্যাথলিট অলিম্পিকে অংশ নেবে। সেখানে সিনিয়রের পাশাপাশি প্রথমবার অলিম্পিকে অংশ নিতে চলা ক্রীড়াবিদরা রয়েছেন।”
ABP ANANDA সূত্রে জানা গেছে- কয়েকদিন আগে সৌরভকে চিঠি দেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা। সেই চিঠিতে তিনি লেখেন, ‘আমাদের আশা, টোকিও অলিম্পিকে ১৪-১৬টি ডিসিপ্লিনে ভারত থেকে ১০০-২০০ জন অ্যাথলিট যোগ দেবেন। ভারতের অলিম্পিক দলে যেমন অভিজ্ঞ অ্যাথলিটরা থাকবেন, তেমনই এবার অনেকের অভিষেক হবে। আপনি কোটি কোটি মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। একজন প্রশাসক হিসেবে আপনি সবসময় তরুণ প্রতিভা বিকাশের সুযোগ দিয়েছেন। আশা করি টোকিও অলিম্পিক গেমস ২০২০-তে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের মনোবল বাড়াবে। এটা ভারতে অলিম্পিক আন্দোলনের শক্তি বাড়াবে। আশা করি আপনি টোকিও অলিম্পিকে ভারতীয় দলকে সমর্থন জানাবেন।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊