সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন অনবরত চলছে। এরই মাঝে প্রধানমন্ত্রী সমস‍্যা হলেও সিএএ বাতিল হবে না বলেই ঘোষনা করেছেন। এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আগেই সরব হয়েছিলেন মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অনেক নেতা মন্ত্রী সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই অভিযোগ তাঁর। সাধারন মানুষকে আশ্বস্থ করে বলেন মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নয়। 

দিল্লিতে সাংবাদিকদের উদ্ধব বলেন, 'CAA-র প্রতিবাদে যারা সাধারণ মানুষকে প্ররোচিত করছেন তাঁদের সবার আগে এই আইন সম্পর্কে বোঝা দরকার। কেন এই আইনের বিরোধিতা করা হচ্ছে আর কেন একে সমর্থন করা হচ্ছে, তা বুঝতে হবে। সবার আগে এটাই প্রয়োজন।'

শুক্রবার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধব জানান, প্রধানমন্ত্রীর সাথে মহারাষ্ট্র নিয়ে আলোচনা হয়েছে। CAA এর বিরোধীতায় বিক্ষোভ নিয়েও আলোচনা হয়েছে। এদিন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর NPR নিয়ে সবুজ সংকেত দেন তিনি। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222