Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাহুলকে টিউবলাইট বললেন প্রধানমন্ত্রী!


"দেশের অর্থনীতি নিয়ে উদাসীন প্রধানমন্ত্রীকে  যুবকরা ডান্ডা মারবে।" বৃহস্পতিবার লোকসভায় রাহুল গান্ধীর কটাক্ষের জবাব দিলেন নরেন্দ্র মোদি। 
রাহুলকে আক্রমণের সুযোগে এদিন কংগ্রেসকেও তুলোধনা করেন মোদি। রাহুল গান্ধী  যে তাঁর কর্মকাণ্ডের কাছে একেবারেই শিশু, তা প্রমাণ করতে এক মুহূর্তও দ্বিধা করেননি প্রধানমন্ত্রী। নাম না করেই বলেন, ‘‘আমি গতকাল কংগ্রেসের এক নেতার ইশতাহারের কথা শুনছিলাম। তিনি বলেছেন ৬ মাসেই মধ্যেই মোদীকে ডান্ডা মারব। এটা সত্যি কাজটা কঠিন। ডান্ডা মারার কাজটা কঠিন বলেই ছ’মাস সময় লাগবে। তা ভাল। কিন্তু আমিও মনে করেছি এই ছ’মাসে সূর্য নমস্কারের সংখ্যা আরও বাড়াব।’’

এরপরই প্রধানমন্ত্রীর বক্তৃতার মাঝেই তাঁকে থামিয়ে দিয়ে বলতে যান রাহুল গান্ধী। ফের সরস ভঙ্গিতে মোদি বলেন, ‘‘আমি ৩০ থেকে ৪০ মিনিট ধরে বলছি। কিন্তু কারেন্ট পৌঁছতে এত দেরি লাগল।’’ 
এর পর কিছুক্ষণ থেমে রাহুলকে শেষ অস্ত্র প্রয়োগ করেন তিনি। বলেন, ‘‘কিছু টিউবলাইট আছে যার জ্বলতে এতটাই সময় লাগে।’’ 

এর পর রসিকতার মেজাজটা ধরে রেখেই আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘‘গত ২০ বছর ধরে গালিগালাজ শুনে নিজেকে গালি প্রুফ তৈরি করেছি। আর এই ছ’মাসে এমন সূর্য নমস্কার করব যে নিজের পিঠ ডান্ডা-প্রুফ করে নেব।’’ 

Ad Code