SER-23,বাঁকুড়া, ৪ফেব্রুয়ারি 

আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি র কেশিয়াড়া গোবিন্দ প্রসাদ বিদ্যাপীঠে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় । যার মুখ্য কারণ ছিল , পরিবারের মাথার মতো স্কুলের সদস্যদের আগলে রাখা প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন প্রাপ্ত সমীর কুমার সিংহ মহাশয়ের অবসর গ্রহণ । 

জানাযায় , তিনি কর্মজীবনের পেশা হিসেবে শিক্ষকতায় নিযুক্ত হন বেশ কিছু বছর আগে থেকে । তার পর তিনি ২০০৫ সাল থেকে কেশিয়াড়া গোবিন্দ প্রসাদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন চলতি বছরের ৩১শে জানুয়ারী পর্যন্ত ।এবং সম্প্রতি , তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে 'শিক্ষারত্ন' লাভ করেন । সরকারী হিসেব অনুযায়ী তিনি ৩১জানুয়ারী অবসর গ্রহণ করলেও আজ ছিল তার আনুষ্ঠানিক ভাবে বিদায় নেওয়ার দিন । 

এদিন সকাল থেকে শুরু সংবর্ধনা সভা । সভায় উপস্থিত ছিলেন কেশিয়াড়া গোবিন্দ প্রসাদ বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মীরা । উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রামরঞ্জন চ্যাটার্জি , বাসুদেব মন্ডল , সরস্বতী সাহা মহাশয়া প্রমুখ । এ ছাড়াও গঙ্গাজলঘাঁটি গ্রামপঞ্চায়েত প্রধান চঞ্চল নায়ক , পঞ্চায়েত সমিতির শিক্ষা ও কৃষি কর্মাধ্যক্ষ ধবলক্রান্তি সিংহ , এস.আই নিরঞ্জন প্রামাণিক প্রমুখের উজ্জ্বল উপস্থিত সভা অলংকৃত করে । এবং তারা নিজ নিজ ব্যক্তব্য মঞ্চস্থ করে । 

স্কুলের ছাত্রছাত্রীরা প্রথমে প্রাক্তন প্রধান শিক্ষক সমীর কুমার সিংহ মহাশয়কে পুষ্প ও চন্দন সহযোগে বরণ করে নেয় । এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক সাহানা মহাশয় তার হাতে তুলে দেয় বিদায়ী মানপত্র। এবং উপহার দান , বক্তৃতা , আবৃতি ও সংগীতের মাধ্যমে শেষ হয় সংবর্ধনা শোভা । প্রাক্তন ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের উপস্থিতিতে বিদ্যালয় চত্বর যেন এক মিলনক্ষেত্র হয়েউঠেছিল । তবুও যেন একটা বিষাদময়তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল । 

সমীর বাবু স্কুল থেকে ছুটি নিলেও , সমাজমূলক ভালো কাজে নিজেকে নিয়োজিত থাকার ইচ্ছা প্রকাশ করেন ।