pic source: laughing colour

ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি। তিনি দাদা নামেই পরিচিত। সৌরভ গাঙ্গুলি ভারত ক্রিকেটে তরুণদের দুঃসময়ের ঢাল ছিলেন। লর্ডসের মাঠে জামা খুলে ওড়ানো থেকে ভারতের অন্যতম সফল অধিনায়কের দাদাগিরিকে অনুপ্রাণিত করে কোটি কোটি মানুষের মন। সেদিনের বেহালার ছেলেটির আজও দেশবিদেশে প্রচুর নামডাক। সম্প্রতি বিসিসিআই সভাপতি হওয়া সৌরভ গাঙ্গুলি বাঙালি তথা গোটা দেশের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁকে নিয়ে ইতিমধ্যে কবি সুবোধ সরকার লিখে ফেলেছেন 'বেহালার ছেলেটা'। আর এখন শোনা যাচ্ছে সৌরভ কে নিয়ে বলিউডে তৈরি হতে যাচ্ছে বায়োপিক।

সংবাদসূত্রের খবর অনুযায়ী দাদা সৌরভ গাঙ্গুলির জীবনকাহিনী নিয়ে বেশ আগ্রহী পরিচালক করণ জোহর।

সৌরভের উত্থান, প্রেম, গ্রেগ চ্যাপেলের সঙ্গে বিতর্ক সবকিছু তুলে ধরলে হতে পারে এক অভিভূত বায়োপিক। 

সৌরভ গাঙ্গুলিকে এক সংবাদপত্র জিজ্ঞেস করেছিলেন তাঁর বায়োপিকে বলিউডের কোন নায়ককে আপনার ভূমিকায় দেখতে চান? তিনি উত্তর দেন-"হৃত্বিক রোশন। আমি ওকেই সবথেকে পছন্দ করি।" এবার জল্পনার বিষয় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় কে থাকবেন আর ডোনা গাঙ্গুলিই বা হবেন কে!