![]() |
pic source: TOI |
সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের আয়োজিত একটি সভায় ভাষণ দেওয়ার সময় বিচারপতি দীপক গুপ্তা বলেন, সরকার বিরোধিতা বা বিরুদ্ধ মত প্রকাশ করা মানেই দেশদ্রাহিতা নয়। আমলাতন্ত্র, বিচারব্যবস্থা, সেনা বাহিনীর বিরোধিতাকে দেশদ্রোহ বলা যায় না। সরকারের কাছে জবাবদিহি দেশের মানুষের অধিকার।
এদিন বিচারপতি গুপ্তা আরও বলেন, বেশিরভাগ ভোট পেয়ে কোনও সরকার ক্ষমতায় আসতেই পারে। কিন্তু তার মানে এই নয় সেই সরকার দেশের সব মানুষের ইচ্ছ অনিচ্ছার প্রতিনিধি। সাধারণ মানুষের অধিকার আছে জড়ো হওয়া ও কোনও কিছুর প্রতিবাদ করা। তাদের কাজ সব সময় ঠিক নাও হতে পারে। পাশাপাশি সরকারও সব সময় ঠিক নাও হতে পারে।
SC judge Justice Deepak Gupta: Citizens have right to get together&protest if they feel actions taken by govt are not proper. Their cause may not always be just but govts are also not always right. Govt has no right to quell protests as long as they are peaceful&don't breach law. https://t.co/RNPiQ5a1d1— ANI (@ANI) February 24, 2020
তিনি বলেন, “সবাই যদি ভালভাবে চলার পথে অনুসরণ করে তবে মন ও বিস্তার কোনও বিস্তার ঘটবে না। গান্ধী, মার্কস, মোহাম্মদকে নিন, প্রত্যেকেই পুরানো চিন্তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন”
তিনি এই মাসে সুপ্রিম কোর্টের দ্বিতীয় বিচারক যিনি ভিন্নমত ছড়িয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গত সপ্তাহে বিচারপতি ডিওয়াই চন্দ্রচুদ অসন্তুষ্টিকে গণতন্ত্রের "সুরক্ষা ভালভ" হিসাবে বর্ণনা করেছিলেন।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin