দিনহাটা ২নং ব্লকে রাজ‍্য সরকার একটি কলেজ নির্মান করার কথা ঘোষনা করেছিলেন। কথামতো কলেজ নির্মানের কিছু কাজ হওয়ার পরেও এখোনো পঠন-পাঠন আরম্ভ হয়নি। 

দিনহাটা ১নং ব্লকের SFI-DYFI লোকাল ও আঞ্চলিক কমিটি সমূহের উদ‍্যোগে এদিন বেলা ১২টা নাগাদ দিনহাটা ২ন‌ ব্লক ডেভেলপমেন্ট অফিসে বিডিও এর নিকট ঘোষিত কলেজের পঠন- পাঠন দ্রুত আরম্ভ করার দাবি জানিয়ে একটি ডেপুটেশন কর্মসূচী সংঘটিত হয়।

এরপরেও, কোনোরুপ ব‍্যবস্থা গ্রহন না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছে। উক্ত ডেপুটেশনে দিনহাটা ২নং ব্লকের SFI - DYFI লোকাল ও আঞ্চলিক কমিটির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।