প্রত্যন্ত গ্রামের একটি শিক্ষানিকেতন দক্ষিন কিশামত দশগ্রাম এন.পি. বিদ্যালয়ের বিদ্যালয় পত্রিকা "বর্ণমালা" প্রকাশিত হলো কলকাতা বইমেলার মঞ্চে । প্রকাশ করেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সম্মানীয় লেখক তথা বইমেলার সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি, প্রোচেত গুপ্ত, অনীশ দেব, চুমকি চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 

সংশ্লিষ্ট বিদ্যালয়টির অভিনব কিছু কাজ ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে । ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ও মননশীল বিকাশের বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় পত্রিকা প্রকাশ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিদ্যলয়ের কচিকাঁচাদের পাশাপশি প্রাক্তনদের লেখাও এখানে রয়েছে । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় 70 জন লেখকের লেখায় সমৃদ্ধ হয়েছে এই পত্রিকাটি। পত্রিকায় স্থান পেয়েছে বিদ্যলয়ের বিভিন্ন কর্মসূচির ছবি ও তথ্য । বিশ্ব উষ্ণায়ন এর বার্তা সম্বলিত প্রচ্ছদ পত্রিকাটিকে অন্য মাত্রা দিয়েছে ।

বিদ্যলয়ের প্রধান শিক্ষক সৈকত সরকার জানান, প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়ের কচিকাঁচাদের সৃজনশীল ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। সর্বোপরি শ্রদ্ধেয় লেখকবৃন্দের উপস্থিতিতে "বর্ণমালা"এর প্রকাশ নিঃসন্দেহে বড়ো প্রাপ্তি ।