Latest News

6/recent/ticker-posts

Ad Code

পি এস সি-তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, জানতে ক্লিক করুন



নিয়োগ সংক্রান্ত একাধিক কারনে একের পর এক অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের চলছেই দীর্ঘদিন ধরেই। এর জেরেই একাধিক নিয়োগ প্রক্রিয়া যেমন আটকে আছে তেমনি একাধিক নতুন নিয়োগ প্রক্রিয়াও রয়েছে থমকে। এর মাঝেই, পাবলিক সার্ভিস কমিশন ডিসট্রিক্ট অর্গানাইজার অব ফিজিক্যাল এডুকেশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। 


মোট শূন‍্যপদ: ১৭ 


ব্যান্ড থ্রি অনুযায়ী, মূল বেতন: ৭১০০-৩৭৬০০ টাকা,


গ্রেড পে: ৩৯৫০ টাকা।


আবেদন ফি: ১৬০ টাকা


রিজার্ভ ক‍্যাটাগরির প্রার্থীরা সব রকমের ছাড় পাবে। 


আবেদন করতে ক্লিক করুন: Apply Now

Ad Code