দক্ষিন কোরিয়ার ছবি "প্যারাসাইট" এর ছিলো ছয়টা নমিনেশন, যার মধ্যে জিতে নিলো চারটি। ওই প্রথম কোনো বিদেশী ছবি অস্কার মঞ্চে জিতে নিলো সেরা ছবির সম্মান। হলিউড রাজত্বকে সরিয়ে ৯২তম একাডেমী এওয়ার্ডসের মঞ্চে "প্যারাসাইট" জিতে নিলো সেরা ছবির সম্মান। এই ছবির সেরা চিত্রনাট্য ও সেরা পরিচালকের সম্মান পান বং জুন হো। 

   "প্যারাসাইট" ছবিটি মূলত দক্ষিন কোরিয়ার নিচু তলার মানুষের জীবন নিয়ে তৈরি। এমনই একটি পিৎজার বাক্স বানানো পরিবার থেকে উঠে আসা ছেলের হঠাৎ করেই মোবাইলে ইন্টারনেট এর মধ্যে জীবন বদলে যাওয়ার কাহিনী সামাজিক থ্রিলারের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক।

    "প্যারাসাইট" এর এই গল্প আর তার সিনেমার ন্যারেটিভ এর আগেই কান চলচিত্র উৎসবে "পাম দ্য আঁর" জিতেছে।