ময়নাগুড়ি, ৬ ফেব্রুয়ারি: এনআরসি, সিএএ এবং এনপিআর এর বিরোধিতায় মৌন মিছিল করলো তৃণমূল কংগ্রেস।

আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতের কাশীরডাঙ্গা বাজারে এনআরসি, সিএএ এবং এনপিআর এর বিরোধিতায় একটি মৌন মিছিল করে তৃণমূল কংগ্রেস।

আজকের এই এনআরসি, সিএএ এবং এনপিআর এর বিরোধিতায় মৌন মিছিলে পায়ে পা মেলান সাপ্টিবাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতের শতাধিক তৃণমূল কর্মী সর্মথকেরা।

মৌন মিছিলে উপস্থিত ছিলেন, সাপ্টিবাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কনভেনার কবির হোসেন মহাশয়,সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের যুব সভাপতি বাপি আলম, কাশিরডাঙ্গা বুথের পঞ্চায়েত শিবু চৌধুরী মহাশয়,কাশিরডাঙ্গা বুথের বুথ সভাপতি কৃষ্ণগোপাল দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

আজকের এই মৌন মিছিল শুরু করা হয় কাশীরডাঙ্গা বি,এফ,পি স্কুলে মাঠ থেকে এবং পরে গোটা কাশীরডাঙ্গা বাজার পরিক্রমা করা হয়।গোটা বাজার পরিক্রমার পর  মিছিলটি আবারও এনে কাশীরডাঙ্গা বি,এফ,পি স্কুলের মাঠেই শেষ করা হয়।

সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের যুব সভাপতি বাপি আলম বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায়ের  নির্দেশে আজকে আমরা সাপ্টিবাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি মৌন মিছিলের আয়োজন করি কাশীরডাঙ্গা গ্রামের কাশীরডাঙ্গা বাজারে এবং যতদিন পযর্ন্ত এই NRC,CAA এবং NPR বন্ধো না হয় ততোদিন আমাদের এই প্রতিবাদ আন্দোলন চলবে । সাথে
কাশিরডাঙ্গা বুথের বুথ সভাপতি কৃষ্ণগোপাল দেবনাথ বলেন, যতদিন পযর্ন্ত কেন্দ্র সরকারের এই NRC,CAA এবং NPR নামক জনবিরোধী নীতি বাতিল না হচ্ছে ততোদিন আমাদের এই আন্দোলন চলছেই চলবে।