বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, যেসব বেসরকারি স্কুলগুলি অতিরিক্ত বেতন নিচ্ছে, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফি বৃদ্ধির প্রতিবাদে কয়েকদিন ধরেই তীব্র বিক্ষোভ চলছে সাউথপয়েন্ট স্কুলে। স্কুল চত্বরে অবস্থান বিক্ষোভে বসেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, বেতন ফের আগের অবস্থায় না আনা পর্যন্ত এই বিক্ষোভ চলবে। এমনকি বৃহত্তর বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। খবরে প্রকাশ সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের ফি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছেন কর্তৃপক্ষ। সেই বৃদ্ধির পরিমাণ ২৩-২৫ শতাংশ।
কলকাতা24x7 এর সংবাদে জানাগেছে- কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, সম্প্রতি রাজ্য সরকার তাদের স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করেছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে সাউথ পয়েন্টের শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাড়াতে হবে। অথচ তাঁদের স্কুল সরকারি আর্থিক সাহায্য পায় না। পুরোটাই পড়ুয়াদের ফি-এর উপরে নির্ভরশীল। তাই চলতি শিক্ষাবর্ষে টিউশন ফি-র পাশাপাশি বাড়ানো হচ্ছে অন্য সব ফি-ও।
বাঁশদ্রোনীতে রাজ্য সরকার পোষিত একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধনে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ,''বেসরকারি স্কুলগুলোকে বলছি, টের পাবেন কয়েকদিনের মধ্যে। ১০ হাজার-১৫ হাজার টাকা ফিজ লাগছে! আমি একজনকে ভর্তির ফর্ম আনতে পাঠিয়েছিলাম, ভর্তির ফর্মের জন্যই ১৩০০ টাকা নিচ্ছে। এই জিনিস চলতে দেওয়া যাবে না।''
অতিরিক্ত বেতন নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, '' সরকার নির্ধারিত ফিজ স্ট্রাকচারের বাইরে যাবেন না। ধরা পড়লে আপনার স্কুলই বিপদে পড়বে। তখন আপনারা বলবেন আমার ছেলেমেয়ে কোথায় যাবে? আপনারা নিজেরাই দোষ করছেন এতগুলো টাকা দিয়ে। সরকার তো বেতন ঠিক করে দেয়নি।''
Social Plugin