অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে কর ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়।
- মেডিক্যাল যন্ত্রপাতির উপর স্বাস্থ্য সেস-এর প্রস্তাব।
- নতুন সিস্টেম চলতি মাস থেকেই চালু করা হবে।
- জিএসটি-তে আরও সংস্কার আনা হবে। এর আওতায় আয়কর জমা দেওয়া আরও সহজ হবে।
- আমরা নতুন একটি প্রক্রিয়া চালু করব, যাতে করদাতা আবেদনের সঙ্গে সঙ্গে আধার ও প্যান কার্ড পেতে পারেন।
- করদাতাদের জন্য একটি চার্টার তৈরি করা হবে। করদাতাদের অধিকার লিপিবদ্ধ করা হবে। সিবিডিটি তা নথিবন্ধ করবে।
- পুরনো হারে আয়করে ছাড়ের সুবিধা। তবে নতুন হারে কর দিলে মিলবে না আয়কর ছাড়ের সুবিধা। তবে করদাতা বেছে নিতে পারবেন তিনি নতুন হারে আয়কর দেবেন না পুরনো হারেই কর দেবেন।
- নতুন কর কাঠামোয় নুতন নিয়ম। নয়া কাঠামোয় আগের সুবিধা পাবেন না করদাতা। নতুন হারে আয়কর দিলে মিলবে না করছাড়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊