কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই বিলগ্নিকরণের পথে পা বাড়িয়েছে নরেন্দ্র মোদির সরকার । সেই পথ ধরে এবার বাজেট ভাষণে দেশের বৃহত্তম বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি থেকে সরকারি অংশিদারিত্ব বিক্রি করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
IPO-র মাধ্যমে সরকার LICI-তে নিজের অংশিদারিত্ব বিক্রি করবে। এছাড়া IDBI ব্যাংকে কেন্দ্র নিজের অংশিদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে IDBI ব্যাংককেও কেন্দ্রের ৪৭.১১ শতাংশ অংশিদারিত্ব আছে। আর বৃহত্তম ৫১ শতাংশ শেয়ার LICI-এর।
IPO-র মাধ্যমে সরকার LICI-তে নিজের অংশিদারিত্ব বিক্রি করবে। এছাড়া IDBI ব্যাংকে কেন্দ্র নিজের অংশিদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে IDBI ব্যাংককেও কেন্দ্রের ৪৭.১১ শতাংশ অংশিদারিত্ব আছে। আর বৃহত্তম ৫১ শতাংশ শেয়ার LICI-এর।
বর্তমান বছরে বিলগ্নিকরণের মাধ্যমে ১.০৫ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ২০২১ আর্থিক বছরে সরকারি সম্পত্তি বিক্রির মাধ্যমে প্রায় তার দ্বিগুণ অর্থ সরকার কোষাগারে তোলার টার্গেট নিয়েছে কেন্দ্র।
চলতি বছরে এখনও পর্যন্ত বিলগ্নিকরণের মাধ্যমে মোদী সরকার মাত্র ১৮,০৯৪ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে।
কেন্দ্রের বল্গাহীন বিলগ্নিকরণের তীব্র সমালোচনা ইতিমধ্যেই করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার কিছুক্ষণের মধ্যেই ট্যুইটারে এই LICI এবং IDBI-এর মতো গর্বের সংস্থাগুলির বেসরকারি হাতে চলে যাওয়া নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
চলতি বছরে এখনও পর্যন্ত বিলগ্নিকরণের মাধ্যমে মোদী সরকার মাত্র ১৮,০৯৪ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে।
কেন্দ্রের বল্গাহীন বিলগ্নিকরণের তীব্র সমালোচনা ইতিমধ্যেই করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার কিছুক্ষণের মধ্যেই ট্যুইটারে এই LICI এবং IDBI-এর মতো গর্বের সংস্থাগুলির বেসরকারি হাতে চলে যাওয়া নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এদিন মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, 'প্রাচীন এবং গর্বের সরকারি সংস্থাগুলিকে নষ্ট করার সিদ্ধান্তে আমি হতবাক এবং স্তম্ভিত। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে মানুষের নিরাপত্তা শেষ করে দেওয়া হচ্ছে। এই যুগের কি তাহলে অবসান হতে চলল?'
I am shocked & appalled to see how the Central Government plans to ambush the heritage & legacy of public institutions.— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2020
It’s the end of a sense of security.
Is it also the end of an era?#LIC #IndianRailways #AirIndia #BSNL
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊