![]() |
Pic source: dnaindia |
আগামিকাল ১৮ই ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দুপুর ১২টা থেকেই আরম্ভ হবে পরীক্ষা। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯। পর্ষদ তরফে জানানো হয়েছে এই বছর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
গতবছর প্রশ্নফাঁসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে পরীক্ষা শুরুর আগে প্রতিবছরের ন্যায় কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপরও একাধিক বিধিনিষেধ থাকছে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি।
আজ একটি সাংবাদিক বৈঠক করে পর্ষদ। পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগের বছর যে সমস্ত জায়গায় হোয়াটসঅ্যাপে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং ফাঁস হওয়ার প্রবনতা রয়েছে, পরীক্ষা চলাকালীন সেই সমস্ত জায়গায় বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সারা রাজ্যের মোট ৪২টি ব্লকে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে পরিষেবা।
পাশাপাশি জানানো হয়েছে, সকাল ১০টা ৩০ মিনিটে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে ১১টা ৪০ মিনিট নাগাদ। উত্তরপত্র সরবরাহ করা হবে ১১টা ৫০ মিনিটে।
এছাড়াও, মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়ারা কেউ স্মার্ট ফোন, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকী শিক্ষক-শিক্ষিকাদেরও স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Social Plugin